পাকিস্তানে বাস ও তেল ট্যাংকারের সংঘর্ষে নিহত ২০
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরে এম-৫ মোটরওয়েতে বাস ও তেল ট্যাংকারের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত ও ছয় জন আহত হয়েছে। বাসটি লাহোর থেকে করাচি যাচ্ছিল। পাকিস্তানের জিও টিভি অনলাইন এ তথ্য জানায়।
এম-৫ মোটরওয়ে মুলতান-সুক্কুর সড়ক নামে পরিচিত। মোটরওয়ে কর্তৃপক্ষ জানায়, বাসটির অতি দ্রুতগতির কারণে দুর্ঘটনা ঘটেছে। গতকাল সোমবারের এ দুর্ঘটনার কারণে মোটরওয়েটিতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।