পাকিস্তানে স্বর্ণের দাম কমলো ভরিতে ৬০০ রুপি
পাকিস্তানের অর্থনীতিতে টালমাটাল অবস্থা চলছে। এরই মধ্যে দেশটির স্বর্ণের দাম প্রতি ভরিতে ৬০০ রুপি কমেছে। জিও টিভির অনলাইনে আজ শনিবার এ তথ্য জানানো হয়েছে।
অল সিন্ধ সারাফা অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (এএসএসজেএ) জানায়, প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪১ হাজার রুপি।
গত সপ্তাহে পাকিস্তানে স্বর্ণের দাম ভরি প্রতি চার হাজার ৮০০ রুপি করে কমে যায়।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের তুলনায় পাকিস্তানের বাজারে স্বর্ণের দাম ভরি প্রতি প্রায় তিন হাজার রুপি কম।