পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। মস্কো বুধবার এ তথ্য জানায়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
খবরে বলা হয়, সারমাত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। দেশটির পারমাণবিক অস্ত্রাগারে এটি নতুন সংযোজন।
সামরিক বাহিনী বলছে, দেশের উত্তরপূর্বে অবস্থিত প্লেসেটস্ক থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় এবং তা ফার ইস্ট অঞ্চলের কামচাটকা উপদ্বীপে লক্ষ্যে আঘাত হেনেছে।
এ সম্পর্কে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এ ক্ষেপণাস্ত্র মস্কোর শত্রুদের চিন্তা করার মতো কিছু দেবে।
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘অনন্য এই অস্ত্রটি আমাদের সশস্ত্র বাহিনীর যুদ্ধের সম্ভাবনাকে শক্তিশালী করবে। বাহ্যিক হুমকি থেকে রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে। এবং যারা উন্মত্ত আক্রমণাত্মক বক্তব্যের উত্তাপে আমাদের দেশকে হুমকি দেওয়ার চেষ্টা করে তাদের জন্য চিন্তার খোরাক জোগাবে এটি।’
ভ্লাদিমির পুতিন আরও বলেন, নতুন ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ কৌশলগত এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্য রয়েছে। এটি সব ধরনের আধুনিক অ্যান্টি-মিসাইল সিস্টেমের বিরুদ্ধে কার্যকর। পৃথিবীতে এর সমকক্ষ অস্ত্র নেই এবং দীর্ঘ সময় আসবেও না।