পার্কে চিতা ছেড়ে জন্মদিন পালন করলেন মোদি
মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে আটটি চিতা ছেড়ে ৭২তম জন্মদিন উদযাপন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আটটি চিতার মধ্যে পাঁচটি স্ত্রী ও তিনটি পুংলিঙ্গের। বিশেষ বিমানে করে এগুলোকে আফ্রিকার নামিবিয়া থেকে আনা হয়। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস।
নিজের জন্মদিনে ভারতীয় নাগরিকদের শুভেচ্ছা জানিয়ে মোদি বলেন, ‘কয়েক দশক পর চিতা আমাদের দেশে ফিরে এসেছে। এই ঐতিহাসিক দিনে আমি সকল ভারতীয়কে শুভেচ্ছা জানাতে চাই এবং নামিবিয়া সরকারকেও ধন্যবাদ জানাই। এটা তাদের সহযোগিতা ছাড়া সম্ভব হতো না।’
১৯৫২ সালে চিতাকে ভারত থেকে বিলুপ্ত বলে ঘোষণা করা হয়। এরপর আজ ‘চিতা প্রকল্প’র আওতায় আটটিকে আফিকার নামিবিয়া থেকে আনা হয়েছে। শনিবার সকালে বিশেষ বিমানে আটটি চিতাকে গোয়ালিয়রে আনা হয়। বিলুপ্ত বিড়াল প্রজাতিকে পুনরুজ্জীবিত করার জন্য নামিবিয়া সরকারের সঙ্গে এই বছরের শুরুতে সমঝোতা স্মারকে সই করে ভারত।