পার্লামেন্ট থেকে পদত্যাগ করবেন পিটিআই আইণপ্রণেতারা : ফাওয়াদ চৌধুরী
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, আগামীকাল সোমবার দেশটির জাতীয় পরিষদ (পার্লামেন্ট) থেকে দলের আইণপ্রণেতারা পদত্যাগ করবেন।
পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার একদিন পর রোববার ফাওয়াদ চৌধুরী একথা জানান। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।
পিটিআই আইণপ্রণেতাদের পদত্যাগের বিষয়টি প্রধানমন্ত্রী পদে পাকিস্তান মুসলিম লিগ-এন এর সভাপতি শাহবাজ শরিফের মনোনয়ন গ্রহণের সঙ্গে সম্পর্কিত ছিল। এই মনোনয়ন নিয়ে আপত্তি তুলেছে পিটিআই। যদিও পরে জাতীয় পরিষদের সচিবালয় পিটিআই’র আপত্তি প্রত্যাখ্যান করে শাহবাজের মনোনয়ন গ্রহণ করেছে।
ইসলামাবাদে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে ফাওয়াদ জানান, পিটিআই’র কেন্দ্রীয় কোর নির্বাহী কমিটির বৈঠকে পুরো পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।
ফাওয়াদ চৌধুরী বলেন, ‘কোর নির্বাহী কমিটি পরামর্শ দিয়েছে জাতীয় পরিষদের অধিবেশনের শুরুতে পিটিআই সদস্যদের পদত্যাগ করার। শাহবাজ শরিফের মনোনয়নে আমাদের আপত্তি আমলে না নিলে আমরা কাল (সোমবার) পদত্যাগ করব।’
তিনি জানান, অর্থপাচার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পথে থাকা শাহবাজ প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এটি চরম অবিচার।
ফাওয়াদ চৌধুরী বলেন, ‘বিদেশিদের দ্বারা মনোনীত ও বিদেশের আমদানি করা সরকার এবং সেই সরকারের প্রধান হিসেবে শাহবাজের মতো মানুষ, পাকিস্তানের জন্য এরচেয়ে অপমানের আর কী হতে পারে।’