প্রতিশ্রুতি পূরণের ওপর নির্ভর করবে তালেবান সরকারের স্বীকৃতি : রুশ পররাষ্ট্রমন্ত্রী
রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ বলেছেন, তালেবান সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো পূরণ করার পর তাদের স্বীকৃতির কথা ভাববে রাশিয়া। সম্প্রতি রুশ বার্তা সংস্থা তাস-কে এ কথা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
প্রতিবেদনে জানানো হয়েছে, ল্যাভরভ বলেছেন, ‘এখনও তালেবানকে স্বীকৃতি দেওয়ার সময় আসেনি। তবে, সেটি কিছু বিষয়ের ওপর নির্ভর করবে। সুনির্দিষ্টভাবে বললে—যখন তালেবান তাদের প্রতিশ্রুতি পূরণ করবে, তখন স্বীকৃতি মিলবে। এজন্য অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন, দেশটিতে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা বন্ধ করা ও মাদকের উৎপাদন ও পাচার বন্ধ করতে হবে।’
তালেবান যদি তাদের এ শর্তগুলো পূরণ করে তাহলে মস্কো কাবুলের পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘তখন নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার জন্য আমরা বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে কথা বলব। তাদের নিয়ে দেশটির সংকট মোকাবিলা করব। তবে, এর জন্য তালেবানকে অবশ্যই অন্তর্ভূক্তিমূলক ও গ্রহণযোগ্য সরকার গঠন নিশ্চিত করতে হবে।’
গত বছরের মধ্য আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে দেশটির সশস্ত্র গোষ্ঠী তালেবান। গোষ্ঠীটি ক্ষমতা গ্রহণের পরে ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়ে আফগানিস্তান।