ফিলিস্তিনির গুলিতে ২ ইসরায়েলি নিহত
অধিৃকত পশ্চিম তীরে বন্দুকধারী ফিলিস্তিনির গুলিতে দুই ইসরায়েলি নিহত হয়েছেন। আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) নাবলুস শহরের কাছেই এ হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি সরকারের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
রোববার এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন-গাভীর বলেন, ‘ফিলিস্তিনি হামলায় দুই ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পশ্চিম তীরের নাবলুস শহরের কাছেই এ ঘটনা ঘটেছে।’
তবে, হামলার দায় এখনও কেউ বা কোনো সশস্ত্র গোষ্ঠী নেয়নি। পশ্চিম তীরে প্রাণঘাতী সহিংসতা বৃদ্ধি থামাতে ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তাদের মধ্যে জর্ডানে বৈঠক চলার মধ্যেই এই খবর সামনে এলো।
ওই দুই ইসরায়েলি চিকিৎসা করা চিকিৎসক জানিয়েছেন, নিহতদের বয়স ২০ এর মধ্য। হাওয়ারার কাছেই এই ঘটনা ঘটে। এটি এমন একটি এলাকা, যেখানে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে নিয়মিত সংঘর্ষ দেখা যায়।
আল-জাজিরা বলছে, হাওয়ারা এলাকায় জোরপূর্বক অবৈধভাবে বসতি স্থাপন করছে ইসরায়েল। বসতি স্থাপনের একজন মুখপাত্র বলেছেন, নিহতরা হার ব্রাচা শহরের বাসিন্দা, যেটি কিনা হাওয়ারা থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত।
গত বৃহস্পতিবার পশ্চিম তীরের নাবলুস শহরে অভিযান চালায় ইসরায়েলের বিশেষ বাহিনী। ওই দিন ইসরায়েলি বাহিনীর গুলিতে ১১ ফিলিস্তিনি মারা যান। পরের দিনই পূর্ব জেরুজালেমের ইসরায়েলি বসতিতে অবস্থিত একটি ধর্মীয় উপাসনালয়ের কাছে এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে সাতজন নিহত হন। এ নিয়ে অঞ্চলটিতে ফের উত্তেজনা বাড়ে। উত্তেজনা প্রশমনে জর্ডানে বৈঠকে বসেছে ইসরায়েল ও ফিলিস্তিনির শীর্ষ কর্মকর্তারা।