‘বিদেশি ষড়যন্ত্র’ তদন্তে কমিশন গঠন করছে পাকিস্তান
প্রধানমন্ত্রী ইমরান খানকে উৎখাতের নেপথ্যে থাকা বিদেশি ষড়যন্ত্র তদন্ত করতে একটি কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। পাকিস্তান এক্সপ্রেস ট্রিবিউনের খবরে এ কথা জানানো হয়েছে।
শনিবার পাকিস্তানের মন্ত্রিপরিষদ বিভাগ এক নোটিশের মাধ্যমে তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীকে আইন মন্ত্রণালয়েরও দায়িত্বভার দেওয়া হয়।
পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানান, পার্লামেন্টে আনা অনাস্থা ভোটের আয়োজনে সংশ্লিষ্ট পার্লামেন্টবহির্ভূত যারা বা যেসব বিষয় জড়িত, তাদের নিয়ে তদন্ত করবে কমিশন।
একই সঙ্গে শনিবার ইসলামাবাদ, করাচি ও লাহোরের বহু আইন কর্মকর্তাকেও বদলির ঘোষণা দেন পাকিস্তানের তথ্যমন্ত্রী।