বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি হুঁশিয়ারি মমতার
রাজনীতি না করলে শিক্ষা নিয়ে অপপ্রচারকারীদের জিভ টেনে খুলে ফেলার কথা বলতাম। এভাবেই এবারে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গতমাসেই পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পার্থের ঘনিষ্ঠ নারী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ প্রায় পঞ্চাশ কোটি রুপি। সপ্তাহ খানেক আগেই গরু পাচার মামলায় তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে ভারতের আরেকটি তদন্তকারী সংস্থা সিবিআই।
এরপরেই রাজ্যজুড়ে বিজেপি ‘চোর ধরো, জেল ভরো’ স্লোগান তুলে প্রতিবাদ, মিছিল শুরু করে। একই ইস্যুতে সিপিআইএম, কংগ্রেসও রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি নেয়। এবার সেই ইস্যুতেই বিরোধীদের নিশানা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা রাজ্যটির ক্ষমতাশীল দল তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘রাজনীতি না করলে শিক্ষা নিয়ে অপপ্রচারকারীদের জিভ টেনে খুলে ফেলার কথা বলতাম।’
তৃণমূল কংগ্রেসের শিক্ষার্থী সংগঠন ‘তৃণমূল ছাত্র পরিষদ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার কলকাতার মেয়ো রোডে এক জনসভায় মমতা বলেন, ‘শিক্ষা নিয়ে যারা এত অপপ্রচার করে বেড়াচ্ছেন... বিষয়টি আদালতের বিচারাধীন। ফলে আমি সেটা নিয়ে কথা বলবো না। কিন্তু আপনারাই বলুন তো কত ছেলে মেয়ে শিক্ষকের চাকরি পেয়েছে, সিপিআইএমের আমলে সেই লিস্ট, আলমারি কোথায়? তারা পয়সা নিয়েছে, চাকরি দিয়েছে। তাই সিস্টেমটা তারাই ভালো জানে। আজকে তৃণমূলকে বলা হচ্ছে চোর। আমি যদি আজ রাজনীতি না করতাম, আর এই চেয়ারে না থাকতাম, আমি আমাদের বোনেদের বলতাম, যারা এই মিথ্যে কথা রটনা করছে, তাদের জিভগুলোকে টেনে খুলে ফেলে দিতে।’
মমতা আরও বলেন, ‘আমি রাজনীতি করি মানুষের জন্য, আমি চুরি-ডাকাতি করার জন্য রাজনীতি করি না। আমাদের মধ্যে অনেক জনকেই আমি গ্রেপ্তার করিয়েছি।’ এ দিনের সভা থেকে আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দিল্লি থেকে বিজেপিকে হটানোর ডাক দেন মমতা। আমরা বিজেপিকে উৎখাত করবোই।’