বিলাসবহুল পণ্য আমদানি নিষিদ্ধ করল পাকিস্তান
গাড়ি-মোবাইলসহ অপ্রয়োজনীয় বিলাসবহুল পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। আজ দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। ‘জরুরি অর্থনৈতিক পরিকল্পনা’র অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলেছেন তিনি। এর কিছুক্ষণ পরেই, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক টুইটে বলেন, ‘এই সিদ্ধান্ত দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা রক্ষা করবে।’
দেশটির রাজধানী ইসলামাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব জানান, এ নিষেধাজ্ঞায় পাকিস্তানের প্রায় ৬০০ কোটি মার্কিন ডলার বেঁচে যাবে।
এ বিষয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের টুইট বার্তায় বলেছেন, আমরা মিতব্যয়ী হব এবং আর্থিকভাবে শক্তিশালী ব্যক্তিদের এ প্রচেষ্টায় নেতৃত্ব দিতে হবে, যাতে আমাদের মধ্যে কম সুবিধাপ্রাপ্তদের এ বোঝা বহন করতে না হয়, যা পিটিআই সরকার তাদের ওপর চাপিয়ে দিয়েছিল।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। সেখানে বলা হয়, পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, ‘যেসব আমদানি আদেশের ঋণপত্র (এলসি) খোলা হয়েছে বা অর্থপ্রদান করা হয়েছে, সেগুলোর প্রক্রিয়া এগোবে। তবে নতুন করে আর কোনো এলসি খোলা যাবে না।’
মরিয়ম আরও বলেন, ‘এটি একটি জরুরি পরিস্থিতি। এ অবস্থায় পাকিস্তানিদের ত্যাগ স্বীকার করতে হবে।’
দেশটিতে আমদানি নিষিদ্ধ হওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে—গাড়ি, মোবাইল ফোন, শুকনো ফল, গৃহস্থালী জিনিসপত্র, ক্রোকারিজ, ব্যক্তিগত অস্ত্র, জুতা, ঘর সাজানোর উপকরণ, দরজা-জানালার ফ্রেম, সস, হিমায়িত মাংস, ফল, কার্পেট, টিস্যু পেপার, আসবাবপত্র, মেকআপ, চকোলেট, মিষ্টান্ন পণ্য, শ্যাম্পু, সানগ্লাস, সিগারেট, বাদ্যযন্ত্র প্রভৃতি।