বিশ্বজুড়ে করোনায় শনাক্ত ছাড়াল সাড়ে ৫৫ কোটি
দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে নতুন করে সংক্রমণ বেড়েছে। এর মধ্যে দিয়ে বিশ্বব্যাপী করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ কোটি ৫২ লাখ ৩৩ হাজার ৮৬৫ জনে। বৈশ্বিক ডাটা অনুযায়ী, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত সারা বিশ্বে মারা গেছেন ৬৩ লাখ ৬২ হাজার ৪৩৭ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৯৫ লাখ ৫৬ হাজার ৩২১ জন। সেখানে মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৪৩ হাজার ৩৭২ জন।
বাংলাদেশ এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮ হাজার ৭৭৯ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৭৪ জনের।