বেলারুশকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দেওয়া হবে : পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘কয়েক মাসের মধ্যেই বেলারুশকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে আজ শনিবার এমনটি জানানো হয়েছে।
আজ শনিবার এক টেলিভিশন বক্তৃতায় পুতিন বলেন, ‘আগামী কয়েক মাসের মধ্যেই আমরা বেলারুশকে ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করব। যেটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের সঙ্গে সঙ্গে পারমাণবিক বোমা বহনেও সক্ষম।’
এ ছাড়া বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকে সারের বৈশ্বিক সরবরাহ নিয়ে আলোচনা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এ খাতে বেলারুশকে সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে ইউক্রেনের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, রাশিয়া বেলারুশকে এ যুদ্ধে জড়াতে চাইছে। এরই অংশ হিসেবে বেলারুশের অভ্যন্তর থেকে ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।