ভারতের ছত্তিশগড়ে বিস্ফোরণে ১০ পুলিশসহ নিহত ১১
ভারতের ছত্তিশগড় রাজ্যে পুলিশ সদস্যদের বহনকারী গাড়িতে বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন পুলিশ সদস্য আর বাকি একজন ওই গাড়িটির চালক। আজ বুধবার (২৬ এপ্রিল) রাজ্যের দান্তেওয়াড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
এ বিস্ফোরণের জন্য মাওবাদীদের দুষছে ভারতীয় কর্তৃপক্ষ। তারা বলছে, মাওবাদীদের পুঁতে রাখা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরকের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটে। নিহতরা রাজ্যের ডিস্ট্রিক রিজার্ভ গার্ড (ডিআরজি) পুলিশের সদস্য। একটি অভিযান শেষ করে ফেরার সময় এই ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য থেকে জানা যায়, আরানপুর থানা এলাকায় মাওবাদীরা রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে দান্তেওয়াড়া থেকে সেখানে অভিযানের জন্য ডিআরজির একটি দলকে পাঠানো হয়েছিল। অভিযান শেষে দলটি ফেরার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।
ছত্তিশগড় পুলিশ বাহিনীর একটি বিশেষ ইউনিট ডিআরজি। বিচ্ছিন্নতাবাদীদের রুখতে এই ইউনিট কাজ করে থাকে।
পুলিশ সদস্য নিহত হওয়ায় শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বুপেশ বাগেল। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এক পোস্টে বুপেশ বাগেল লেখেন, ‘ডিআরজি ফোর্সের ওপর আইইডি বিস্ফোরণে আমাদের ১০ জওয়ান এবং একজন ড্রাইভারের শহীদ হওয়ার খবরটি খুবই দুঃখজনক। আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা। তাদের আত্মা শান্তিতে থাকুক।’
ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ এই হামলার বিষয়ে বাগেলের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।