ভারতের পশ্চিম উপকূলে ২৭ বাংলাদেশি জেলে উদ্ধার
ভারতের পশ্চিম উপকূল থেকে আজ রোববার ২৭ জেলেকে উদ্ধার করেছেন ভারতীয় কোস্ট গার্ডের (আইসিজি) সদস্যরা। সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানায়।
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দমনে আজ রোববার দেশটির কোস্ট গার্ডের পৃথক অভিযানে একবার ১০ জন এবং আরেকবার ১৭ জন বাংলাদেশি জেলেকে উদ্ধার করা হয়।
এএনআই জানায়, উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
সাগরে দমকা হাওয়া ও বড় বড় ঢেউয়ের মুখে দেশের সীমা পেরিয়ে ভারত উপকূলে চলে যান বাংলাদেশি জেলেরা। হেলিকপ্টারে অভিযান চালিয়ে বাংলাদেশি ফিশিং বোটে থাকা জেলেদের উদ্ধার করে দমন উপকূলে কোস্ট গার্ডের স্টেশনে নিয়ে আসেন উদ্ধারকারীরা।