ভারতে এবার রাজ্যসভার বিরোধীদলীয় ১৯ এমপিকে ‘বহিষ্কার’
ভারতের পার্লামেন্টে বর্ষাকালীন অধিবেশন চলাকালে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে রাজ্যসভার ১৯ জন বিরোধীদলীয় সদস্যকে আগামী শুক্রবার পর্যন্ত বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার হওয়া এমপিদের মধ্যে রয়েছেন তৃণমূলের সাত সাংসদও। তাঁরা হলেন- সুস্মিতা দেব, মৌসুম নূর, শান্তা ছেত্রী, দোলা সেন, শান্তনু সেন, আবীররঞ্জন বিশ্বাস ও মহম্মদ নাদিমুল হক।
এছাড়া বহিষ্কার হওয়া বাকিদের মধ্যে আছেন হামামেদ আবদুল্লা (ডিএমকে), বি লিঙ্গাইয়া যাদব (তেলঙ্গনা রাষ্ট্রীয় সমিতি), এ এ রহিম (সিপিএম), বরিহন্দ্র ভাড্ডিরাজু (টিআরএস), এস কল্যাণসুন্দরম (ডিএমকে), আর গিররঞ্জন (ডিএমকে), এন আর এলাঙ্গো (ডিএমকে), ভি শিবদাসান (সিপিএম), এম সম্মুগম (ডিএমকে), দামোদর রাও দিবাকোন্ডা (টিআরএস), সন্দেশ কুমার পি (সিপিআই) ও কানিমোঝি এনভিএন সোমু (ডিএমকে)।
এদিন বিরোধী সাংসদেরা অধিবেশন চলাকালে মূল্যবৃদ্ধি, জিএসটিসহ একাধিক বিষয় নিয়ে আলোচনার জন্য রাজ্যসভা ও লোকসভায় সরব হন। দফায় দফায় বিক্ষোভের জেরে দুপুর ২টা পর্যন্ত দুই কক্ষেরই সভা মুলতুবি হয়ে যায়।
গতবছরও বর্ষাকালীন অধিবেশনে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে দোলা, মৌসম–সহ ৬ তৃণমূল সংসদ সদস্যকে বহিষ্কার করা হয়েছিল। সেবার অবশ্য একদিনের জন্য বহিষ্কার করা হয়। এবার করা হয়েছে চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত। পার্লামেন্টের বর্ষা অধিবেশন চলবে ১২ আগস্ট পর্যন্ত। গতকাল সোমবারই মূল্যবৃদ্ধির প্রতিবাদের অভিযোগে কংগ্রেসের চার সাংসদকে গোটা অধিবেশনের জন্য বহিষ্কার করা হয়। এবার রাজ্যসভার ১৯ সাংসদকে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত বহিষ্কার করা হলো।
পার্লামেন্টের অধিবেশনকক্ষ ছাড়াও গোটা সংসদ চত্বরেই ধর্না, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু মূল্যবৃদ্ধি নিয়ে সোচ্চার হন বিরোধিরা। কিন্তু সরকারপক্ষ তাতে কান দিতে রাজি নয়। উল্টো বিক্ষোভ দেখানোর অভিযোগে সাংসদদের বহিষ্কার করা হলো।