ভারত-বাংলাদেশ সীমান্তে জব্দ ২১ কোটি রুপির স্বর্ণ
ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ২১ কোটি রুপি মূল্যের স্বর্ণ আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর ঘোনারমাঠ এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার এই বিপুল স্বর্ণ আটক করা হয়।
সূত্র জানায়, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার ঘোনারমাঠ গ্রামের কাছে ইছামতি নদীর ধারে অভিযান চালায় বিএসএফ। বিএসএফের ১৫৮ ব্যাটালিয়নের জওয়ানেরা তাঁরা এগিয়ে যেতেই মালপত্র ফেলে নদীতে ঝাঁপ দেন সন্দেহভাজনেরা। তারপর পালিয়ে যান।
পরে তল্লাশি চালিয়ে পাঁচটি ব্যাগ জব্দ করে বিএসএফ। ওই ব্যাগে ৩২১টি স্বর্ণের বিস্কুট, চারটি স্বর্ণের বার, একটি স্বর্ণের কয়েন ছলি।
এ ছাড়া একটি কাঠের দেশি নৌকা, চারটি মোবাইল ফোন, প্যাকিং সামগ্রী উদ্ধার করা হয়।
জব্দ হওয়া স্বর্ণ ২৪ ক্যারেটের। যার ওজন ৪১ কেজি ৪৯১ গ্রাম। এর বাজারমূল্য প্রায় ২১ কোটি ২২ লাখ রুপি বলে জানা গেছে।