মঞ্চে গান গাইতে গাইতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় গায়ক
মঞ্চে গান করার সময় হঠাৎ লুটিয়ে পড়লেন গায়ক। জ্ঞান হারালেন। তাঁকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানান, পথেই মারা গেছে তিনি।
শনিবার রাতে ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে ঘটেছে এ দুঃখজনক ঘটনা। ওই গায়কের নাম এদাভা বশির। মালায়ালম ভাষার জনপ্রিয় সংগীতশিল্পী ছিলেন তিনি। এ তারকা সংগীতশিল্পীর বয়স হয়েছিল ৭৮ বছর।
হৃদরোগে আক্রান্ত হয়ে এদাভা বশির মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকেরা। এদাভা বশির তখন জনপ্রিয় হিন্দি গান ‘মানা হো তুম’ পরিবেশন করছিলেন এবং হঠাৎ মঞ্চে পড়ে যান। খবর ইন্ডিয়া টিভির।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবর, ওই রাতে রাজ্যের আলাপুঝা জেলার ব্লু ডায়মন্ড অর্কেস্ট্রায় তাদের সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এদাভা বশির। মঞ্চে উঠে গান ধরে শেষ করার আগেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
তাঁর মৃত্যুর খবরে ভারতের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমেছে। মালায়ালম ভাষার একাধিক ছবির প্লে-ব্যাক সিঙ্গার ছিলেন তিনি। গান করেছেন কেরালার জনপ্রিয় অসংখ্য গণমেলায়ও।
আজ রোববার রাজ্যের কদাপকাদা জুমা মসজিদে প্রখ্যাত এ মালয়ালম প্লেব্যাক সংগীতশিল্পীর জানাজা অনুষ্ঠিত হবে।