মধ্য এশিয়ায় নজর, কাজাখস্তানকে পাশে চায় চীন
মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানকে জ্বালানি ও নিরাপত্তা ইস্যুতে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে চীন। চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যেই এ ঘোষণা দিলো দেশটি। একে মার্কিন প্রভাব মোকাবিলায় বেইজিংয়ের নতুন পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) এক প্রতিবেদনে জানিয়েছে, গত মঙ্গলবার কাজাখস্তান সফরকালে দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ সময় গুরুত্বপূর্ণ ওই দুটি ইস্যুতে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বিশ্লেষকেরা বলছেন—এ আশ্বাসের অর্থ হচ্ছে মধ্য এশিয়ায় প্রভাব বিস্তার করতে দেশটিকে পাশে চায় বেইজিং। পরে কিরগিজস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও পৃথক বৈঠক করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত ফেব্রুয়ারিতে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। এর প্রায় চার মাস পর ভার্চুয়ালি নয়, সশরীরে অঞ্চলটিতে গিয়ে এ প্রতিশ্রুতি দিয়ে এলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।
বিশ্লেষকেরা বলছেন, ওয়াং ই’র এ সফর আগামী সেপ্টেম্বরে চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের কাজাখস্তান সফরের দ্বার উন্মুক্ত করে দিতে পারে।
একই সময়ে উজবেকিস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনেও অংশ নিতে পারেন চীনা প্রেসিডেন্ট। যদি তাই হয়, তাহলে করোনা শুরুর পর এটিই হবে চীনা প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফর।