মার্কিন গায়ক ও র্যাপার অ্যারন কার্টারের মরদেহ উদ্ধার
মার্কিন গায়ক ও র্যাপার অ্যারন কার্টার (৩৪) মারা গেলেন। তিনি ব্যাকস্ট্রিট বয়েস ব্যান্ডের সদস্য নিক কার্টারের ছোট ভাই।
টিএমজেড ওয়েবসাইটে বলা হয়েছে, শনিবার সকালে ক্যালিফোর্নিয়ার লেনকাস্টারে নিজের বাড়ির বাথরুমে অ্যারনের মৃতদেহ পাওয়া যায়। খবর বিবিসির।
তার দলের প্রতিনিধিরা মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, ‘এই মুহূর্তটি সত্যিই খারাপ সময়। আসলে কী ঘটেছিল এবং এর কারণ জানার চেষ্টা করছি আমরা। সকলের মতো আমরাও মর্মাহত এবং আশা করি ভক্তরা তার পরিবারের জন্য চিন্তাভাবনা ও দোয়া করবে।’
টিএমজেড প্রতিবেদনে আরও বলা হয়, লস অ্যাঞ্জেলসের কাউন্টি পুলিশ খবর পেয়ে স্থানীয় সময় রাত ১১টার দিকে ঘটনাস্থলে যায়।
অ্যারন কার্টার প্রথম ১৯৯০ এর দশকের শেষের দিকে একজন পপ এবং হিপ হপ গায়ক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন।
২১ শতকের প্রথম বছরগুলোতে তার চারটি স্টুডিও অ্যালবামের মাধ্যমে প্রাক-কৈশোর এবং কৈশোর শ্রোতাদের মধ্যে নিজেকে একজন তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন।