যশবন্ত বা দ্রৌপদী, আজই নতুন প্রেসিডেন্ট পাচ্ছে ভারত
ভারতের প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া কার্যত শেষ পর্যায়ে। নতুন প্রেসিডেন্টকে বেছে নিতে গত সোমবার দেশটিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়। আর, আজ বৃহস্পতিবার (২১ জুলাই) ভোটগণনার মাধ্যমে সেটির ফলাফল প্রকাশ হবে। খবর এনডিটিভি।
ভারতের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার এ লড়াইয়ে রয়েছেন দেশটির বিরোধী দলগুলোর প্রার্থী যশবন্ত সিনহা এবং বিজেপি তথা এনডিএর প্রার্থী দ্রৌপদী মুর্মু।
সংবাদমাধ্যম বলছে—বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টা থেকে শুরু হচ্ছে ভোটগণনা। বিকেলের মধ্যেই ভারতের পরবর্তী প্রেসিডেন্টের নাম জানা যাবে। এনডিএ-র মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু নাকি বিরোধী দলের যৌথ মনোনীত প্রার্থী যশবন্ত সিনহা, কে হচ্ছেন ভারতের ১৫তম প্রেসিডেন্ট তা নিয়ে এরই মধ্যে সরগরম দেশটি।
গত জুন মাসে ভারতে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। গত ১৬ জুন প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল প্রকাশ করা হয়। এরপর গত সোমবার ভারতের পার্লামেন্ট ও সব রাজ্য বিধানসভায় নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। দেশের পরবর্তী প্রেসিডেন্টকে বেছে নিতে সেদিন ভারতের সাড়ে চার হাজারেরও বেশি সংসদ সদস্য ও বিধায়ক ভোট দেন।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনার জন্য দেশটির পার্লামেন্টে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। পার্লামেন্ট ভবনের ৬৩ নাম্বার কক্ষকে গণনা কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া, ওই কক্ষ ও তার আশপাশের অংশকে সাইলেন্ট জোন হিসাবেও ঘোষণা করা হয়েছে।
১৮ জুলাই ভোটগ্রহণ শেষের পরই সব রাজ্য বিধানসভা থেকে ব্যালট বক্স কড়া নিরাপত্তায় পার্লামেন্টে নেওয়া হয়েছে। সকাল ১১টায় শুরু হলেও ভোটগণনা শেষ হতে বিকেল হয়ে যেতে পারে। তবে, গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফলাফল ঘোষণা করা হবে। এরপর ২৫ জুলাই শপথ গ্রহণ করবেন নতুন প্রেসিডেন্ট। এরপর আগামী ৬ আগস্ট হবে উপরাষ্ট্রপতি নির্বাচন।