যুক্তরাষ্ট্রে কোভিড টিকার তৃতীয় ডোজ জরুরি ক্ষেত্রে ব্যবহারের অনুমোদন
রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা এবং অঙ্গ প্রতিস্থাপন করা ব্যক্তিদের কোভিড-১৯ টিকার তৃতীয় ডোজ দেওয়ার অনুমোদন দিল যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন বা এফডিএ। সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।
দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এফডিএ স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দুই ডোজের ফাইজার ও মডার্নার টিকার তৃতীয় ডোজের অনুমোদন দিয়েছে। এ ছাড়া যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তেমন কিছু মানুষকে কোভিড-১৯-এর বুস্টার শট দেওয়ার বিষয় নিয়ে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের উপদেষ্টা প্যানেল আজ শুক্রবার বৈঠকে বসবে।
অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে যাদের অথবা ক্যানসার আক্রান্ত রোগী কিংবা যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের কোভিড-১৯-এর অতিরিক্ত ডোজ দেওয়া যায় কি না, তা নিয়ে চিকিৎসা বিজ্ঞানীরা বিতর্ক করে আসছেন।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, অঙ্গ প্রতিস্থাপন হয়েছে এমন অনেক রোগী দুই ডোজ টিকা নেওয়ার পরও তাদের শরীরে কোনো অ্যান্টিবডি সুরক্ষা ছিল না। কিন্তু, তৃতীয় ডোজ তাদের অ্যান্টিবডি সুরক্ষা বাড়িয়েছে।
ত্রিশ লাখ থেকে ৯০ লাখ মার্কিনি, যারা বিভিন্ন রোগে আক্রান্ত থাকার কারণে বা তারা যেসব ওষুধ খাচ্ছে, তার কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল।
যাদের ‘ইমিউন সিস্টেম’ বা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের কোভিড টিকার তৃতীয় ডোজ দেওয়া শুরু করতে যাওয়া সর্বশেষ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। ফ্রান্স দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা থাকা ব্যক্তিদের টিকার বাড়তি ডোজ দেওয়ার অনুমোদন দিয়েছে গত এপ্রিলে। এবং জার্মানি ও হাঙ্গেরি সম্প্রতি সে পদক্ষেপ অনুসরণ করেছে।
ক্যানসারের ইতিহাস থেকে শুরু করে স্টেরয়েডসহ কিছু নির্দিষ্ট ওষুধ ব্যবহার করা এবং অন্যান্য কারণে প্রায় তিন শতাংশ মার্কিনির রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।