যুক্তরাষ্ট্রে নষ্ট হয়েছে ১০ লাখের বেশি ডোজ টিকা
বিশ্বের বহু দেশ যখন কোভিড-১৯ ভ্যাকসিন পাওয়ার জন্য হাহাকার করছে, ঠিক তখন যুক্তরাষ্ট্রে নষ্ট হচ্ছে লাখ লাখ ডোজ টিকা। যুক্তরাষ্ট্রে যখন ফের কোভিড-১৯-এর সংক্রমণ বাড়তে শুরু করেছে, ঠিক এমন সময় দেশটিতে বিপুল পরিমাণ টিকা নষ্ট হওয়ার খবর এলো দেশটির গণমাধ্যমে।
গতকাল রোববার নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি একটি জরিপের তথ্য বলছে, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে টিকাদান শুরুর পর থেকে এ পর্যন্ত ১০টি অঙ্গরাজ্যে ১০ লাখের বেশি ডোজ টিকা নষ্ট হয়েছে। কর্মকর্তারা বলছেন, টিকা দেওয়ার চাহিদা কমে যাওয়ায় এই ক্ষতি হয়েছে।
জরিপে দেখা গেছে, জর্জিয়া অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি এক লাখ ১০ হাজার ডোজ টিকা ধ্বংস করা হয়েছে। নিউজার্সিতে নষ্ট হওয়া ৫৩ হাজারের বেশি ডোজের মধ্যে শুধু জুনেই নষ্ট হয়েছে ২০ হাজার ডোজ টিকা। এর আগে এপ্রিলে এই অঙ্গরাজ্যে নষ্ট করা হয়েছিল চার হাজার ডোজ টিকা।
এ ছাড়া ওহিও অঙ্গরাজ্যে তিন লাখ ৭০ হাজার ডোজ টিকা ব্যবহার অনুপযোগী বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা। মেরিল্যান্ডেও প্রায় ৫০ হাজার ডোজ টিকা অব্যবহৃত রয়েছে।
কর্মকর্তারা টিকা অপচয়ের বেশকিছু কারণও জানিয়েছেন। এর মধ্যে রয়েছে ভেঙে যাওয়া, সংরক্ষণ ও পরিবহন সমস্যা, মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া। এ ছাড়া অনেকেই নির্দিষ্ট সময়ে টিকা না নেওয়ায় অনেক টিকা ব্যবহার করা যায়নি।
কেন্দ্র থেকে অঙ্গরাজ্যগুলোতে যত পরিমাণ টিকা পাঠানো হয়েছিল তার তথ্য এই জরিপের তথ্যে নেই। নষ্ট হওয়া আরও টিকার তথ্য হিসাবে আসেনি।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন টিকা নষ্টের বিষয়টি নজরদারি করলেও পুরো দেশে কী পরিমাণ টিকা নষ্ট হচ্ছে সে ব্যাপারে কোনো তথ্য দেয়নি।
করোনাভাইরাসের ডেলটা ধরনের কারণে যুক্তরাষ্ট্রে টিকার বাইরে থাকা এলাকাগুলোতে সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। কিন্তু তারপরও নাগরিকরদের টিকা নিতে উৎসাহিত করতে স্বাস্থ্যকর্মীদের কতটা বেগ পেতে হচ্ছে তা টিকা নষ্ট হওয়ার তথ্যেই প্রমাণিত হয়।
অবশ্য কয়েকটি অঙ্গরাজ্যে টিকাদানের হার বাড়ছে। তিন সপ্তাহ আগে দেশটিতে দৈনিক টিকাদান গড়ে পাঁচ লাখ থেকে বেড়ে সাড়ে ছয় লাখ ডোজে উন্নীত হয়েছিল। গত শুক্রবার তা সাড়ে আট লাখে পৌঁছায়।
তবে নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অর্ধেক জনগোষ্ঠী এখনও পুরোপুরি টিকা পায়নি।