যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ৩
ভয়াবহ বন্দুক হামলা অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রে। এবারের ঘটনা দেশটির পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায়।
সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়, স্থানীয় শনিবার গভীর রাতে ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় তিন জন নিহত এবং ১০ জন আহত হয়েছে।
ফিলাডেলফিয়া পুলিশ জানিয়েছে, মধ্যরাতের কিছু আগে অঙ্গরাজ্যের থার্ড স্ট্রিটের কাছে শহরের কোলাহলপূর্ণ সাউথ স্ট্রিট এলাকায় গোলাগুলির ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ২৫ বছর বয়সি এক নারী এবং ২২ বছর বয়সি এক পুরুষ রয়েছেন। অপর নিহতের বয়স বা পরিচয় জানায়নি পুলিশ। এ ছাড়া আহতদের ফিলাডেলফিয়ার থমাস জেফারসন ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) ডি এফ পেস বলেন, টহল কর্মকর্তারা অসংখ্য গুলির শব্দ শুনতে পান এবং এলাকায় ছুটে যান। যেখানে তারা ‘বেশ কিছু সক্রিয় শুটারকে’ ভিড়ের মধ্যে গুলি চালাতে দেখেন।
একজন পুলিশ কর্মকর্তা এক বন্দুকধারীকে গুলি করেছেন। তবে, তাকে আঘাত করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
ফিলাডেলফিয়া-ভিত্তিক সংবাদমাধ্যম ইনকোয়ারার জানিয়েছে, অন্তত একজন হামলাকারী তার বন্দুক ফেলে গেছে, যেটিতে গুলিতে ভর্তি ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বন্দুক উদ্ধার করেছে।