যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। মোদাচ্ছের খন্দকার (৩৬) নামে ওই ব্যক্তিকে তাঁর বাড়ির বাইরে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ।
ব্রুকলিনের পুলিশ জানিয়েছে, পুলিশ স্থানীয় বুধবার সময় বেলা ১২টা ৪৫ মিনিটে ব্রুকলিনের সাইপ্রেস হিলে গোলাগুলির খবর পান। খবর পেয়ে তাঁরা সেখানে পৌঁছালে একজনকে ফুটপাতে সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পায়। তার মাথায় গুলি করা হয়েছিল।
পরে পুলিশ তাঁকে জ্যামাইকা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর এবিসি৭ ডট কমের।
মোদাচ্ছেরের হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় সেখানকার স্থানীয় আরেক বাংলাদেশি খায়রুল ইসলাম খোকন সিবিএস নিউজকে বলেন, ‘শহরে সহিংসতা বন্ধ করতে আরও কার্যকরী পদক্ষেপ দরকার।’
তিনি আরও বলেন, ‘নিউইয়র্ক শহরের চারপাশে প্রচুর সহিংসতা ঘটে। এটি দ্রুত বন্ধ হওয়া দরকার। অবিলম্বে এই বন্দুক সহিংসতা বন্ধ করতে হবে। এরই মধ্যে আমরা অনেক বেশি প্রাণ হারিয়েছি। এমনকি গত এক মাসের মধ্যে সাতজন পুলিশ গুলিবিদ্ধ হয়েছেন।’