যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টের বিচারপতির বাড়ির কাছে বন্দুকধারী আটক
মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রেট কভানফের বাড়ির কাছ থেকে বন্দুকধারী ব্যক্তিকে আটক করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে আজ বুধবার এসব তথ্য জানানো হয়।
বিচারপতি ব্রেট কভানফকে হত্যা করতে চেয়েছিলেন বলে বন্দুকধারী ব্যক্তি স্বীকার করেছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যে ব্রেট কভানফের বাড়ির নিকট থেকে স্থানীয় সময় বুধবার বন্দুকধারীকে আটক করা হয়। তবে ওই বন্দুকধারীর বাড়ি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির অদূরে চেভি চেজ অঞ্চলে। সেখান থেকে ট্যাক্সিতে করে তিনি ম্যারিল্যান্ডে যান।
ব্রেট কভানফসহ রক্ষণশীল বেশ কয়েকজন বিচারপতির বাড়ির সামনে গত মাস থেকেই বিক্ষোভ হচ্ছে। সুপ্রিম কোর্টের ফাঁস হওয়া রায়ের খসড়ায় সম্প্রতি জানা যায়, গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল করে রায় দিতে যাচ্ছেন বিচারপতিরা। এরই প্রতিবাদে মূলত বিক্ষোভকারীরা সরব রয়েছেন। অপর রক্ষণশীল বিচারপতি স্যামুয়েল অ্যালিটো ফাঁস হওয়া ওই খসড়া রায়টি লিখেছেন।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রেট কভানফকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করেন।