রাশিয়ার সবচেয়ে পুরোনো মানবাধিকার গোষ্ঠী বন্ধের নির্দেশ আদালতের
রাশিয়ায় সবচেয়ে পুরোনো মানবাধিকার গোষ্ঠী ইন্টারন্যাশনাল মেমোরিয়াল বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
সোভিয়েত যুগে নিপীড়নের শিকার হওয়া, বন্দি কিংবা মৃত্যুদণ্ড পাওয়া লাখো নিরীহ মানুষের বিষয়ে কাজ করে আসছে ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত মানবাধিকার গোষ্ঠী ইন্টারন্যাশনাল মেমোরিয়াল। সংস্থাটির ওয়েবসাইটে বলা আছে, ওইসব মানুষের ভাগ্যে কী ঘটেছিল, সে ইতিহাস যাচাই করে সত্যকে সামনে নিয়ে আসা এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো ইন্টারন্যাশনাল মেমোরিয়ালের লক্ষ্য।
রাশিয়ার কৌঁসুলিরা গতমাসে ইন্টারন্যাশনাল মেমোরিয়ালকে ‘জনগণের জন্য হুমকি’ হিসেবে চিত্রিত করেছেন। গোষ্ঠীটি রাশিয়ার ‘বিদেশি এজেন্ট’ সংক্রান্ত আইন লঙ্ঘন করছে—এমন অভিযোগে তাঁরা ইন্টারন্যাশনাল মেমোরিয়াল ভেঙে দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানান।
কৌঁসুলিদের অভিযোগ—পশ্চিমাদের অর্থায়নে ইন্টারন্যাশনাল মেমোরিয়াল সোভিয়েত যুগের ‘গৌরবজ্জ্বল অতীতকে’ তুলে না ধরে বরং অপরাধগুলোকেই সামনে নিয়ে আসছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার আদালত কৌঁসুলিদের আর্জির পক্ষে রায় দেন। ইন্টারন্যাশনাল মেমোরিয়াল বন্ধ হওয়া উচিত বলে রায় দেন আদালত।
রায়ের প্রতিক্রিয়ায় পরে মঙ্গলবার এক বিবৃতিতে ইন্টারন্যাশনাল মেমোরিয়াল জানিয়েছে—তারা এ রায়কে চ্যালেঞ্জ করবে এবং সংস্থার কাজ চালিয়ে যাওয়ার বৈধ পথ খুঁজবে।
বিবৃতিতে ইন্টারন্যাশনাল মেমোরিয়াল বলেছে, ‘মেমোরিয়াল কোনো সংগঠন নয়, এমনকি কোনো সামাজিক আন্দোলনও নয়। রাশিয়ার নাগরিকদের তাদের করুণ অতীত এবং লাখ লাখ মানুষের ভাগ্যে কী ঘটেছিল, তা জানানোর জন্য মেমোরিয়ালকে প্রয়োজন।’