রাশিয়ার হামলায় ইউক্রেনের ধনাঢ্য ব্যবসায়ী সস্ত্রীক নিহত
ইউক্রেনের অন্যতম ধনী ব্যবসায়ী রাশিয়ার হামলায় সস্ত্রীক নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলিভে রাশিয়ার প্রচণ্ড হামলায় তাঁরা নিহত হন। ওই ব্যবসায়ীর নাম— ওলেক্সি ভাদাতুরস্কি। সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে আজ রোববার এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন বলছে—ইউক্রেনীয় গণমাধ্যম জানিয়েছে, সারা রাতব্যাপী রাশিয়ার হামলায় একটি ক্ষেপণাস্ত্র বাড়ির ওপর পড়লে ৭৪ বছর বয়সী ওলেক্সি ভাদাতুরস্কি ও তাঁর স্ত্রী রাইসা নিহত হন।
ওলেক্সি ভাদাতুরস্কি শস্য রপ্তানিকারী সংস্থা কর্তৃক ‘নিবুলন’ পুরস্কার অর্জন করেন। তিনি ‘হিরো অব ইউক্রেন’ অ্যাওয়ার্ডও অর্জন করেছিলেন।
মাইকোলিভের মেয়র আলেকজান্ডার সেনকেভিচ বলেন, ‘এটা শহরের কাছে রাশিয়ার ভারি বোমা হামলার কারণে হয়ে থাকতে পারে।’ সেখানে একটি হোটেল, একটি খেলার কমপ্লেক্স, দুটি স্কুল ও একটি সার্ভিস স্টেশনসহ ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।
মাইকোলিভ হলো ইউক্রেনের প্রধান বন্দর ওদেসায় যাওয়ার প্রধান রুট, যা বার বার হামলার শিকার হচ্ছে।
এদিকে, ওদেসায় শস্যভর্তি ১৬টি জাহাজ বন্দর ছাড়ার অপেক্ষায় রয়েছে। কিন্তু, এর আগেই একটি হামলায় কয়েক ডজন যুদ্ধবন্দি নিহতের ঘটনায় তা অনিশ্চিত হয়ে পড়েছে।