রাশিয়ায় অবৈধ বৃদ্ধ নিবাসে আগুন লেগে নিহত ২০
রাশিয়ার সাইবেরিয়ায় কেমেরোভো শহরে বৃদ্ধদের জন্য অবৈধভাবে নির্মিত একটি পরিচর্যা কেন্দ্রে আগুন লেগে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। রাতে লাগা ওই আগুনে দুই তলা কাঠের তৈরি ভবনের ওপরের তলা সম্পূর্ণভাবে পুড়ে গেছে। রাশিয়ার কর্মকর্তারা এই তথ্য দিয়েছেন। খবর বিবিসির।
আগুন লাগার কারণ হিসেবে প্রাথমিকভাবে ঘর গরম করার ত্রুটিপূর্ণ বয়লারকে দায়ী করা হচ্ছে।
বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ব্যক্তিগত বাড়িতে বৃদ্ধদের জন্য নির্মিত ওই পরিচর্যা কেন্দ্রটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। কয়েক ডজন অগ্নিনির্বাপণ কর্মী রাতে আগুন নেভানোর কাজ শুরু করে শনিবার ভোরে তা নিয়ন্ত্রণে আনে।
এলাকার গভর্নর জানিয়েছেন এ ধরনের পরিচর্যা কেন্দ্রে পরিদর্শন জোরদার করা হবে। ভবনটিতে আগুন লাগার বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় অগ্নিনির্বাপণ কর্মীরা বার্তা সংস্থা তাসকে জানায়, এ ধরনের অনেক অবৈধ বৃদ্ধ নিবাস রাশিয়া জুড়ে চালু আছে। এ সব প্রতিষ্ঠানকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয় এবং সেখানে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন হয় না। এর আগে ২০১৮ সালে কেমেরোভো শহরের একটি অবকাশ যাপন কেন্দ্রে আগুন লেগে ৩৭ শিশুসহ ৬০ জন লোক নিহত হয়।