রাশিয়া সফরে গেলেন সিআইএ পরিচালক
রাশিয়া সফরে গেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস। দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনার জন্যই তাঁর এ সফর। পারস্পরিক অবিশ্বাস ও নানা বিষয় নিয়ে বিরোধের মধ্যেও উভয় পক্ষই যে আলাপ-আলোচনা চালিয়ে যেতে চায়, উচ্চ-পর্যায়ের এ সফরের মধ্য দিয়ে সে বিষয়টিই সামনে এলো।
যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে বার্নস মার্কিন কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে মঙ্গল ও বুধবারের সফরে মস্কোয় গেছেন। খবর রয়টার্সের।
মুখপাত্র বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য রুশ সরকারের সদস্যদের সঙ্গে বৈঠক করছেন তারা।
রাশিয়ার নিরাপত্তা কাউন্সিল বলেছে, বার্নস এই কাউন্সিলের সেক্রেটারি এবং রাশিয়ার এফএসবি গোয়েন্দা সার্ভিসের সাবেক প্রধান নিকোলাই পাত্রুশেভের সঙ্গে কথা বলেছেন। কোনও পক্ষই আলোচনার ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি। তবে দুই দেশের সম্পর্কে নিরাপত্তার বিষয়টি নিয়ে সমস্যা বিরাজ করছে।
যুক্তরাষ্ট্রে রাশিয়ার সাইবার হামলা, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রাশিয়ার সমর্থন, রুশ বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির জেল, ইউক্রেইনের প্রতি রাশিয়ার আচরণ, ক্রিমিয়া উপদ্বীপ দখল- এমন নানা বিষয় নিয়ে স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে রুশ-মার্কিন সম্পর্ক তলানিতে ঠেকেছে।
গতমাসেও বাইডেন আলোচনার জন্য এক রাশিয়ান বিশেষজ্ঞকে মস্কোয় পাঠিয়েছিলেন। তবে সে আলোচনায় তেমন কোনও অগ্রগতি হয়নি। এর আগে জুনে বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জেনেভায় একটি সম্মেলনে দেখা করেছিলেন।