রাসায়নিক অস্ত্র হামলার আশঙ্কায় ইউক্রেনকে পিপিই দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনের অনুরোধে দেশটিতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের সময় যেকোনো ধরনের সম্ভাব্য রাসায়নিক অস্ত্র হামলা ঠেকাতে প্রস্তুতি হিসেবে এসব পিপিই পাঠানো হচ্ছে বলে জানা গেছে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র জানিয়েছেন, জীবন রক্ষাকারী এসব সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।
এসব পিপিই’র মধ্যে গ্যাস মাস্ক, হ্যাজমাত স্যুটসহ অন্যান্য সরঞ্জাম রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে, কী পরিমাণ পিপিই পাঠানো হচ্ছে, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। বাইডেনের জাতীয় নিরাপত্তা পরিষদের ওই মুখপাত্র বলেছেন, ‘এসব সরঞ্জাম পাঠানোর ফলে আমাদের অভ্যন্তরীণ প্রস্তুতিতে কোনো সমস্যা হবে না।’
রাশিয়া ইউক্রেনে রাসায়নিক কিংবা জীবাণু অস্ত্র হামলার পরিকল্পনা করতে পারে বলে এর আগে সতর্ক করেছেন পশ্চিমা কর্মকর্তারা। তাঁরা বলছেন, ইউক্রেনে যুদ্ধের ঝুঁকি বাড়তে পারে এবং বিশেষ করে রাশিয়ার অপ্রচলিত অস্ত্র ব্যবহারের আশঙ্কা নিয়ে তাঁরা ‘খুবই উদ্বিগ্ন’।