রুশ রকেট হামলায় ধসে পড়া অ্যাপার্টমেন্টে মৃতের সংখ্যা বেড়ে ২৪
পূর্ব ইউক্রেনে রুশ মিসাইলে ধ্বংসপ্রাপ্ত অ্যাপার্টমেন্টে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। আজ সোমবার সেখানে যখন উদ্ধার কার্যক্রম চলছিল, তখন রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম নগরী খারকিভে তিনজন নিহতের ঘটনা ঘটে। খবর রয়টার্স।
প্রতিবেদন বলছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে বেসামরিক লোকের অমানবিক মৃত্যুর পঞ্চম মাস চলছে। এ ঘটনায় রাশিয়ান গ্যাসের সরবরাহ এবং মস্কোর ওপর নিষেধাজ্ঞায় বাণিজ্য ব্যাহত হচ্ছে।
চসিভ ইয়ার শহরে শনিবার রকেটের আঘাতে ভেঙে পড়া পাঁচতলা অ্যাপার্টমেন্টের ধ্বংসাবশেষে আটকে পড়া দুই ব্যক্তির সঙ্গে ভয়েস যোগাযোগ করেছে এবং জরুরি পরিষেবাগুলো কংক্রিটের ধ্বংসাবশেষে বেঁচে থাকা শ্রমিকদের টেনে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশ করেছে, যেখানে দুই ডজন পর্যন্ত মানুষ আটকা পড়েছিল।
তবে, সেখানের জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছে—উদ্ধারকারীদের খননকাজের সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যাও ক্রমশ বাড়ছে।
এদিকে, আঞ্চলিক গভর্নর ওলেহ সিনহুবভ বলেছেন, সোমবারের বোমা হামলায় খারকিভে তিনজন নিহত ছাড়াও দুই শিশুসহ ৩১ জন আহত হয়েছে।