লকডাউন ভেঙে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভবনে পার্টি! আমন্ত্রণের ইমেইল ফাঁস
লকডাউন চলাকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টি আয়োজনের অভিযোগের সত্যতা মিলতে যাচ্ছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাজ্যের আইটিভি ওই ইমেইল ফাঁস করেছে। ইমেইলে দেখা গেছে, বরিস জনসনের প্রধান ব্যক্তিগত সহকারী মার্টিন রেনল্ডস শতাধিক অতিথিকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাসায় আমন্ত্রণ জানিয়েছেন।
২০২০ সালের ২০ মে অনুষ্ঠানের সময় যুক্তরাজ্যজুড়ে লকডাউন চলছিল। এমন জমায়েতে নিষেধাজ্ঞা জারি ছিল। অথচ লকডাউনের নির্দেশনা অমান্য করে স্বয়ং প্রধানমন্ত্রীর ঘরে এমন আয়োজনের অভিযোগ ওঠার পর থেকে এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়ে আসছে। ধারণা করা হচ্ছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তাঁর জীবনসঙ্গী ক্যারি জনসনকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুলিশ এ ঘটনা তদন্ত করছে।
আইটিভির ফাঁস করা ইমেইলে বলা হয়, ‘সবাইকে শুভেচ্ছা। ব্যাপক ব্যস্ত সময় যাচ্ছে, এই সময় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাগানে হৃদ্যতাপূর্ণ পরিবেশ তৈরি করে নিয়ে সামাজিক দূরত্ব মেনে পানাহারে মিলিত হওয়া যায়। দয়া করে সন্ধ্যা ৬টা থেকেই আসুন।’
শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হলেও প্রকাশ হওয়া ছবিতে দেখা গেছে, ৩০ থেকে ৪০ জন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। টেবিলে খাবারদাবার সাজানো ছিল। ওই সময় যুক্তরাজ্যে সামাজিক মেলামেশা বন্ধ ছিল।
একই দিনে সংস্কৃতিমন্ত্রী ওলিভার ডাওডেন অপর এক অনুষ্ঠানে জনগণের উদ্দেশে বলেছিলেন, ‘ঘরের বাইরে আপনারা একজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। তবে তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে।’