লভিভের পশ্চিমাংশে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৫
ইউক্রেনের পশ্চিম লভিভের একটি রেললাইনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে দাবি শহরের গভর্নর ম্যাকসিম কোজিটস্কি। তিনি বলেছেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে পাওয়া যাবে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো বলেছেন, কারপাথিয়ান পর্বতমালার বেসকিডি রেলওয়ে সুড়ঙ্গে রুশ ক্ষেপণাস্ত্রটি আঘাত করে। তবে, ইউক্রেনীয় রেলওয়ে প্রধান বলেছেন—রেলপথের ক্ষতি এখনও মূল্যায়ন করা হচ্ছে। যদিও টানেলটি বেঁচে গেছে।
ইউক্রেনীয় রেলওয়ে প্রধান আরও জানান, হামলার কারণে তিনটি যাত্রীবাহী ট্রেন বিলম্বিত হলেও পরবর্তীতে ট্রেনগুলো আবার যাত্রা শুরু করে।