শপিংমলে নয়, মার্কিন ও ইউরোপীয় অস্ত্রের ডিপোতে হামলা : রাশিয়া
রাশিয়ার সামরিক বাহিনী দাবি করেছে, গতকাল তারা মধ্য ইউক্রেনের একটি অস্ত্রের ডিপোতে হামলা চালিয়েছে। এতে বন্ধ একটি শপিংমলে আগুন ধরে যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
গতকাল সোমবার মধ্য ইউক্রেনের ক্রেমেঞ্চাক শহরের একটি শপিংমলে বোমা হামলায় এ পর্যন্ত অন্তত ১৬ জন নিহতের কথা জানা গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক।
এদিকে আজ মঙ্গলবার এক বিবৃতিতে রুশ সামরিক বাহিনী বলেছে, ‘ক্রেমেঞ্চাক শহরের একটি অটোমোবাইল কারখানায় রাখা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর পাঠানো অস্ত্র ও সরঞ্জামের ডিপোতে হামলা চালানো হয়েছিল। পশ্চিমা অস্ত্রশস্ত্রের বিস্ফোরণে পাশের শপিংমলে আগুন ধরে যায়। হামলার সময় শপিংমলটি চালু ছিল না।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যদিও হামলার পরপরই দাবি করেন, সহস্রাধিক জনসমাগমের একটি শপিংমলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।