শস্য রপ্তানি চুক্তিতে রাশিয়াকে বিশ্বাস করা যায় না : পোল্যান্ড
পোল্যান্ডের প্রধানমন্ত্রী মেতুস মোরাউইকি বলেছেন, ‘ইউক্রেনের শস্য রপ্তানির জন্য রাশিয়ার সঙ্গে করা চুক্তি নিয়ে রাশিয়াকে বিশ্বাস করার উপায় নেই।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে আজ বুধবার এ কথা জানানো হয়।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী মোরাউইকি বলেন, ‘কৃষ্ণসাগর বন্দরগুলো দিয়ে ইউক্রেন যে শস্য রপ্তানি করবে, চুক্তি করার পরদিনই তো ওদেসায় বন্দরে হামলা চালালো রাশিয়ার সামরিক বাহিনী। এই হামলার মধ্য দিয়ে চুক্তির প্রতি ক্রেমলিনের অবজ্ঞাই প্রমাণিত হয়।’
পোল্যান্ডের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘হামলার পর এটা পরিষ্কার, এ ধরনের চুক্তিকে খুব নির্ভরযোগ্য ও কার্যকর মনে করার সুযোগ নেই। কারণ দুর্ভাগ্যজনকভাবে রাশিয়া আসলে এমনই।’
গত শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা চুক্তিতে সই করেন। এ সময় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান উপস্থিত ছিলেন।
এর পরদিনই ইউক্রেনের ওদেসায় কৃষ্ণসাগর বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। যদিও মস্কো দাবি করে আসছে, বন্দরকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি। সেখানে থাকা সামরিক লক্ষ্যবস্তুতেই হামলা করা হয়েছে। এর সঙ্গে শস্য রপ্তানি ব্যাহত হওয়ার কোনো সংযোগ নেই।