সাংহাই বিশ্ববিদ্যালয়ের সাঁতার পরীক্ষা ‘অনলাইনে’!
শহরে ছড়িয়ে পড়েছে করোনা। গৃহবন্দি মানুষ। এমন পরিস্থিতিতেও শিক্ষার্থীদের বাধ্যতামূলক সাঁতার পরীক্ষার কথা বলেছে সাংহাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু, তা হলেও ঠিক ছিল; সমস্যা দেখা দেয় অন্য জায়গায়। শিক্ষার্থীদের অনলাইনে সাঁতার পরীক্ষার কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির খোরাক হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সে নির্দেশনা মুছেও লাভ হয়নি। গত সপ্তাহে সাংহাই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্দেশে বলা হয়—গ্র্যাজুয়েশন করার আগে এখনও যাঁরা ৫০ মিটার সাঁতার পরীক্ষা সম্পন্ন করেননি, তাঁরা তা বাড়ি থেকে ‘অনলাইনে’ করতে পারেন। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।
ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, সাংহাইয়ের করোনা প্রাদুর্ভাবের মধ্যে স্নাতক প্রক্রিয়া সুচারুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এমন পদক্ষেপ।
পরে ওই পোস্ট ডিলিট করেও শেষ রক্ষা হয়নি। কারণ, ততক্ষণে ওই নোটিশের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে—চীনের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে সাঁতারের দক্ষতা অর্জন আওতাভুক্ত। কারণ, বেঁচে থাকার জন্য এটি অপরিহার্য দক্ষতা হিসেবে বিবেচিত হয়।
এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়—এ বছর অনলাইনে সাঁতারের কোর্স সম্পন্ন করতে হবে। ওই বিজ্ঞপ্তি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা নানা মজার মন্তব্য করতে থাকেন।