সুইডেনের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত
সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন করোনায় আক্রান্ত হয়েছেন। র্যাপিড টেস্টে তাঁর করোনা শনাক্ত হয়। এর পর থেকে প্রধানমন্ত্রী ম্যাগডালেনা চলমান বিধিনিষেধ মেনে চলছেন। স্থানীয় সময় শুক্রবার তাঁর মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন বলে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী অ্যান্ডারসনের প্রেস সচিব জোহান একস্ট্রম এক সংবাদমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী ম্যাগডালেনা বাসা থেকে কাজ করবেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী অ্যান্ডারসন জানিয়েছেন, করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলেও তাঁর শারীরিক অবস্থা ভালো। তিনি সুস্থবোধ করছেন।
করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার পর সুইডেনে চলতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ নিয়ে দেশটিতে নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে।
গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকহারে আলোচনায় আসেন অ্যান্ডারসন। সুইডেনের নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দিনই তিনি পদত্যাগ করেছিলেন। অবশ্য একদিনের ব্যবধানে তিনি নির্বাচিত হয়ে আবারও ক্ষমতা গ্রহণ করেন।