সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিভিউ আবেদন পাঠাল পিটিআই
পাকিস্তানের সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তা পুনর্বিবেচনা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন পাঠিয়েছে ক্ষমতাসীন জোটের অন্যতম পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি (পিটিআই)। আজ শনিবার এই রিভিউ আবেদন করে প্রধানমন্ত্রী ইমরান খানের দল। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন’র অনলাইনে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অনাস্থা প্রস্তাবকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে গত ৩ এপ্রিল তা খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরি। পরে প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় পরিষদ ভেঙে দেন প্রেসিডেন্ট। ওই দিনই এ নিয়ে স্বতঃপ্রণোদিত (সুয়োমোটো) শুনানি গ্রহণ করেন সুপ্রিম কোর্ট। এরপর টানা পাঁচ দিনের দীর্ঘ শুনানি শেষে গত বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাব খারিজ ও জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অসাংবিধানিক ঘোষণা করে সর্বসম্মত রায় দেন সর্বোচ্চ আদালত। জাতীয় পরিষদ পুনর্বহাল করে আজ অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটিরও সিদ্ধান্ত দেন সুপ্রিম কোর্ট।
আজ ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিভিউ আবেদন জানাল প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। বাবর আওয়ান ও অ্যাডভোকেট মোহাম্মদ আজহার সিদ্দিক পিটিআই’র হয়ে রিভিউ আবেদনটি করেন। সুপ্রিম কোর্টে পাঠানো রিভিউ আবেদনে এতে পিপিপি, পিএমএল-এন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, সিন্ধ হাই কোর্ট বার অ্যাসোসিয়েশন ও সিন্ধ বার কাউন্সিলকে বাদী করা হয়েছে। কার্যদিবসের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় পিটিআই'র আবেদনটি আজ শনিবার গ্রহণ করার সুযোগ ছিল না।
অন্যদিকে, পার্লামেন্টে ইমরান আজ অনাস্থা ভোটের লক্ষ্যে পার্লামেন্টে অধিবেশন চলছে।