সোভিয়েত যুগের ট্যাংক পাচ্ছে ইউক্রেন, পৌঁছাতে সাহায্য করবে যুক্তরাষ্ট্র
রুশ হামলা থেকে ইউক্রেনের দনবাস অঞ্চলের প্রতিরক্ষা জোরদার করতে দেশটিকে সোভিয়েত ইউনিয়ন যুগের ট্যাংক দিচ্ছে পশ্চিমা বিশ্ব। এসব ট্যাংক ইউক্রেনে পৌঁছাতে মিত্র দেশগুলোর সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র।
সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস শুক্রবার এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে ট্যাংক স্থানান্তরের কাজ শিগগরিই শুরু হবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা। তবে, কয়টি ট্যাংক পাঠানো হবে বা কোন দেশ থেকে এসব ট্যাংক আসবে, তা বলতে রাজি হননি ওই কর্মকর্তা।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কাছে এ বিষয়ে জানতে চাইলে কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে রয়টার্স। এ ছাড়া হোয়াইট হাউসও মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিক জবাব দেয়নি।
মার্কিন ওই কর্মকর্তা বলছেন—ট্যাংকগুলো হাতে পেলে রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দনবাসে রুশ লক্ষ্যবস্তুতে দূরপাল্লার গোলা হামলা চালাতে পারবে ইউক্রেন।
দ্য নিউইয়র্ক টাইমস বলছে—ইউক্রন-রাশিয়া যুদ্ধে প্রথম বারের মতো ইউক্রেনকে ট্যাংক পৌঁছে দিতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র।