সৌদি আরবে অনুষ্ঠিত হলো বিশাল সংগীত উৎসব
সৌদি আরবে অনুষ্ঠিত হয়ে গেল বিশাল এক সংগীত উৎসব। চার দিনের এই উৎসবে ছিল আলোর ঝলকানি। উৎসবটি শেষ হয় গত রোববার। জনপ্রিয় আন্তর্জাতিক তারকারা মঞ্চ মাতিয়েছেন। রিয়াদের মরুভূমিতে নেচে-গেয়ে তাঁদের সঙ্গ দিয়েছেন প্রায় সাত লাখ সংগীতপ্রেমী নারী-পুরুষ। এমন উৎসবের আয়োজন সৌদিতে বিরল ঘটনা।
জাঁকজমকপূর্ণ এ সংগীত উৎসবে বিশ্বের বিভিন্ন স্থান থেকে জনপ্রিয় সব তারকা যোগ দেন। টিয়েস্তো, মার্টিন গ্যারিক্স, ডেভিড গুয়েটার মতো তারকারাও ছিলেন। এ ছাড়া বিশ্বের জনপ্রিয় সব ডিজে (ডিস্ক জকি) উৎসবের মঞ্চ মাতিয়েছেন। খবর গালফ নিউজের।
ডিজে ডেভিট গুয়েটা বলেন, ‘প্রথমবারের মতো (সৌদি আরবে) সবাই একসঙ্গে নাচার সুযোগ পেয়েছিল। এ ছাড়া সৌদি আরবের জন্য এটা ঐতিহাসিক একটা ঘটনা। এমন ঐতিহাসিক একটি মুহূর্তের অংশ হতে পেরে আমি আনন্দিত।’
উৎসবে নারী ও পুরুষের জন্য পৃথক ব্যবস্থা ছিল না। এ আয়োজনের মধ্য দিয়ে দেশটি বড় এক পরিবর্তনের সাক্ষী হয়ে থাকল।
সংগীত উৎসবে ধর্মীয় কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি। কয়েক বছর আগেও সৌদি আরবে এমনটা ছিল অকল্পনীয়। এ মাসে সৌদি আরবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন হয়েছে। লোহিত সাগর পারে ওই উৎসবের কয়েক দিনের মাথায় ‘অতি রক্ষণশীল’ বলে পরিচিত সৌদি আরবে এবার সংগীত উৎসব হয়ে গেল।
সংগীত উৎসবে যোগ দেওয়া একজন সৌদি নারী নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপি-কে বলেছেন, ‘আমরা রিয়াদে এর আগে এমন কিছু দেখিনি - ভিড়, সঙ্গীত, ভিআইপি রুম, সৌদির জন্য অপ্রচলিত পোশাক।’
তিনি আরও বলেন, এই ধরনের কনসার্ট এবং সংগীত উৎসব সৌদি যুবকদের জন্য উপকারী হয়েছে যা তাদের জন্য একটি দ্বার উন্মোচন করেছে দিয়েছে।
‘আমরা সঙ্গীত, বিনোদন, চলচ্চিত্র, হাসি এবং আমোদ-প্রমোদের জন্য তৃষ্ণার্ত। এটা এমন যেন আমরা আমাদের দেশকে আবার আবিষ্কার করছি এবং এটি আমাদেরকে খুব আনন্দ দিয়েছে।’