সৌদি আরবে আজ প্রথম রোজা
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। সৌদি আরবের সুপ্রিম কোর্ট গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘোষণা দেন। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ শনিবার থেকে রোজা শুরু হয়েছে। সংবাদমাধ্যম আরব নিউজ ও গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এ ছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাইয়ে আগামীকাল রোববার প্রথম রোজা শুরু হবে। সৌদি আরবের প্রতিবেশী দেশ ওমানেও আগামীকাল রোববার থেকে রোজা হবে বলে দেশটির সরকার ঘোষণা দিয়েছে।
এদিকে, আজ শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশে রমজানের চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
স্বাভাবিকভাবে, গতকাল সৌদি আরবে রমজানের চাঁদ দেখতে পাওয়া গেলে বাংলাদেশে আজ চাঁদ দেখা যেতে পারে। ফলে আগামীকাল রোববার থেকে শুরু হতে পারে পবিত্র মাহে রমজান।
আসন্ন রমজান উপলক্ষ্যে সারা দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা বরাবরের মতো এবারও প্রস্তুতি নিয়েছেন। তারাবির নামাজ উপলক্ষ্যে মসজিদগুলো ধোয়া-মোছা করে সাজানো হয়েছে। উৎসবের আমেজ চলে এসেছে মুসলমানদের মধ্যে।