স্কুল বালককে যৌন নির্যাতন, নারীর ২০ বছরের কারাদণ্ড
ভারতের হায়দরাবাদে এক স্কুল বালককে যৌন নির্যাতন করার দায়ে এক নারীকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। অভিযুক্ত ওই নারীর বিরুদ্ধে চার বছর আগে মামলা করেছিল ভুক্তভোগী বালকের পরিবার।
গতকাল বৃহস্পতিবার একটি বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত মামলাটিতে ওই নারীকে দোষী সাব্যস্ত করে এই আদেশ দিয়েছেন। আদেশে ওই তরুণীর ২০ বছরের কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার রুপি অর্থদণ্ডও দেওয়া হয়েছে। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানায়।
প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ওই নারীর বয়স ২৭ বছর। প্রাথমিক বিদ্যালয়ে কেয়ারটেকার চাকরি করতেন তিনি। স্থানীয় ভাষায় একে ‘আয়াম্মা’ বলা হয়। অর্থাৎ যিনি বাচ্চা দেখাশুনা করেন।
২০১৭ সালের ১ ডিসেম্বর সেই নারীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন এক ছাত্রের বাবা। অভিযোগে তিনি জানিয়েছিলেন, তার পুত্রকে নিয়মিত স্কুলে যৌন হেনস্থার শিকার হতে হয়। ওই ছাত্রের বয়স নয় বছর।
মামলার অভিযোগ থেকে জানা যায়, স্কুলের আয়াম্মা ওই ছাত্রকে গোপনে ডেকে নিয়ে যৌন হেনস্থা করতেন। ছাত্র প্রতিবাদ জানালে তাকে মারধরও করতেন ওই তরুণী। অভিযোগে ওই তরুণীকে ‘বিকৃতমনস্ক’ বলে উল্লেখ করেন ছাত্রের বাবা।
তিনি পুলিশকে বলেছিলেন, ‘ছেলের শরীরে আঘাতের চিহ্ন দেখে প্রশ্ন করতেই ওই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানায় সে।’ ছাত্রটিকে ওই তরুণী সিগারেটের ছ্যাঁকাও দিতেন বলে অভিযোগ করেন তার বাবা।
বিশেষ শুনানিতে ওই মামলায় তরুণীকে দোষী সাব্যস্ত করে আদালত। এর মাধ্যমে চার বছর পর সেই অভিযোগের নিষ্পত্তি হলো।