স্বাধীনতা দিবসে আদিবাসী ছন্দে নাচলেন মমতা (ভিডিও)
ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে আদিবাসীদের সঙ্গে গানের তালে পা মেলালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। দিবসটি উপলক্ষে আজ সোমবার রেড রোডে জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন নৃত্য পরিবেশনী অনুষ্ঠানে আদিবাসীদের গান চলার সময় নৃত্যশিল্পীদের হাত ধরে তাল মেলাতে দেখা গেছে মুখ্যমন্ত্রীকে। আদিবাসী নৃত্য শিল্পীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর পাশাপাশি যোগ দেন মন্ত্রী বিরবাহা হাঁসদাও। খবর এএনআইয়ের।
আদিবাসী সংস্কৃতিকে সম্মান জানাতেই মঞ্চ থেকে সড়কে নেমে এসে নৃত্যশিল্পীদের সঙ্গে যোগ দেন মমতা। বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে নৃত্য পরিবেশন করে মুখ্যমন্ত্রী আবার মঞ্চে ফিরে যান। এসময় মমতা দেখতে ভিড় করেন অনেকে।
স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল থেকেই জমজমাট রেড রোড চত্বর। সেখানে উপস্থিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ সম্মান দেওয়া হয়।