হাইতির প্রেসিডেন্ট হত্যার সন্দেহভাজন তুরস্কে গ্রেপ্তার
হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে তুরস্কের কর্তৃপক্ষ। সোমবার হাইতির পররাষ্ট্রমন্ত্রী ক্লদ জোসেফ এ কথা জানিয়েছেন।
এক সময়ের ব্যবসায়ী মইসি ২০১৭ সালে হাইতির প্রেসিডেন্টের দায়িত্বভার নিয়েছিলেন। গত জুলাইয়ে এক পরিকল্পিত হামলায় নিজ বাসভবনে বন্দুকধারীদের গুলিতে মারা যান তিনি। এ ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছিলেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার ঘটনায় কলম্বিয়ার একদল ভাড়াটে সেনা সন্দেহভাজন হিসেবে আবির্ভূত হলেও মইসি হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি, কেউ দোষী সাব্যস্তও হয়নি।
টুইটারে ক্লদ জোসেফ বলেছেন, ‘মাত্রই তুরস্কের মন্ত্রী আমার বন্ধু মেভলুত কাভোসোগলুর সঙ্গে ফোনে কথা বলেছি, প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত সামির হান্দালকে গ্রেপ্তার করায় ধন্যবাদ জানিয়েছি তাকে।’
হান্দালকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করা হয়েছিল।
যুক্তরাষ্ট্র থেকে জর্ডান যাওয়ার পথে ইস্তানবুলে বিমান বদলানোর সময় কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে বলে মঙ্গলবার তুরস্কের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
এ বিষয়ে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে তারা তাতে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।