হোটেল বয়ের ভূমিকায় বারাক ওবামা (ভিডিওসহ)
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। ওই ভিডিওতে ওবামাকে অতিথিদের মাঝে খাবার পরিবেশন করতে দেখা যাচ্ছে। শুধু সাবেক প্রেসিডেন্টই নন, তাঁর স্ত্রী মিশেল ওবামাকেও ওই ভিডিওতে দেখা গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। ওবামার ওই ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, ‘বছরের পর বছর দেশকে সেবা করার জন্য ওবামা ও তাঁর পরিবারকে ধন্যবাদ।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ভাইরাল ভিডিওটি আসলে ২০১৬ সালের। তখন বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। তখনই ওবামা ও তাঁর পরিবার দেশটির সেনার অবসর হোমে গিয়েছিলেন। সেখানে সাবেক সেনা কর্মকর্তাদের ধন্যবাদ জানাতে তাঁদের খাবার পরিবেশন করেন ওবামা ও মিশেল।
এই ভিডিওটি যদি খুব মন দিয়ে দেখা যায় তাহলেই স্পষ্ট দেখতে পাওয়া যাবে, দেওয়ালের উপর লেখা, ‘সশস্ত্র বাহিনী অবসর হোম’ এবং রয়েছে সশস্ত্র বাহিনীর লোগোও।
এই ভিডিওটি দেখার পরে অনেকের মনেই প্রশ্ন উঠছে , আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন যে ব্যক্তি তিনি আবার খাবার কেন পরিবেশন করছেন! তাহলে কিছু বোঝার আগে এই ভিডিওটি অবশ্যই একবার দেখে নিন। আর সত্যিটা জানুন।