১৪ দিনের জেল হেফাজতে অনুব্রত মণ্ডল
কোনো বাহানাই শেষমেশ টেকেনি অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন। তাঁকে পাঠানো হয়েছে জেল হেফাজতে। আজ বুধবার আসানসোল বিশেষ সিবিআই আদালত তাঁকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠান। ফলে, এই দুই সপ্তাহ আসানসোল কারাগারেই থাকতে হচ্ছে অনুব্রতকে। এরপর আগামী ৭ সেপ্টেম্বর আদালতে তোলা হবে তৃণমূলের এই নেতাকে।
বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর পরিবারকে হুমকি দিয়ে চিঠি দেওয়ার একদিন পর আদালত থেকে এমন সিদ্ধান্ত এলো। ওই চিঠিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সহযোগী মণ্ডলকে জামিন না দিলে বিচারকের পরিবারের সদস্যদের মাদক মামলায় জড়ানো হবে বলে হুমকি দেওয়া হয়েছিল। যদিও ওই হুমকির সঙ্গে চলমান মামলার কোনো সম্পর্ক নেই বলে জানান আদালত।
আদালত জামিন আদালত নামঞ্জুর করেন এবং তাঁকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। সিবিআই কাউন্সিল কালীচরণ মিশ্র এ তথ্য জানান।
আজ বুধবার অনুব্রতকে আসানসোল কারাগারে নেওয়া হয়, যেখানে তিনি দুই সপ্তাহ থাকবেন। মিশ্র বলেন, ‘আমরা অপরাধের গুরুত্ব তুলে ধরেছি। আসামিকে জামিন দেওয়া হলে তদন্ত হুমকির মুখে পড়বে। প্রমাণে কারচুপির সম্ভাবনা রয়েছে। এমন একাধিক ভিত্তি রয়েছে, যার ভিত্তিতে আমরা জামিনের আবেদন প্রত্যাখ্যান করার জন্য প্রার্থনা করেছি।’
আদালতের কক্ষে উপস্থিত একজন আইনজীবী বলেন, ‘সিবিআই আদালতকে জানায়, একাধিক সাক্ষীর জবানবন্দিতে অনুব্রত মণ্ডলের নাম এসেছে, যা সিআরপিসির ১৬৪ ধারায় রেকর্ড করা হয়েছে।’
অনুব্রত মণ্ডলের আইনজীবী অনির্বাণ গুহ বলেন, ‘আদালত অনুব্রতকে জেলে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। একইসঙ্গে তাঁকে সব ধরনের চিকিৎসা সহায়তা দেওয়ারও নির্দেশ দিয়েছেন।’