২৪০০ বছরের পুরোনো ফ্লাশ টয়লেট মিলল চীনে
প্রকৃতির ডাকে আমাদের সবাইকে টয়লেটে যেতে হয়। শারীরিক বর্জ্য বের করে আমরা টয়লেটের ফ্লাশে চাপ দেই। আর মুহূর্তে জমানো পানি এস বর্জ্যগুলোকে সরিয়ে দেয়। ফ্লাশ টয়লেটের প্রচলন কবে থেকে এ নিয়ে সঠিক তথ্য কারও কাছে নেই। তবে, এবার চীনে মিলল দুই হাজার ৪০০ পুরোনো ফ্লাশ টয়লেট। ধারণা করা হচ্ছে, এটি সবচেয়ে পুরোনো ফ্লাশ টয়লেট। খবর সিএনএনের।
চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে প্রতিবেদনে মার্কিন গণমাধ্যমটি জানায়, চীনের প্রত্নতত্ত্ববিদরা বিশ্বের প্রাচীনতম ফ্লাশ টয়লেটের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। দুই হাজার ৪০০ বছরের টয়লেটের একটি ভাঙা অংশ পেয়েছে তারা। একইসঙ্গে একটি বাঁকানো ফ্লাশ পাইপ পেয়েছে তারা। গত গ্রীষ্মে চীনের শিয়ানের ইউয়েয়াং শহরের একটি প্রাচীন প্রাসাদের ধ্বংসাবশেষের মধ্যে থেকে টয়লেটটি আবিষ্কার করা হয়।
প্রাচীনতম টয়লেটটি নিয়ে বিশদ তথ্য গত সপ্তাহে প্রকাশ করা হয়। প্রকাশ হওয়ার পরেই চীনাদের মাঝে বিষয়টি নিয়ে আগ্রহ দেখা যায়। এ ছাড়া প্রাচীন চীনা শাসকদের আভিজাত্য নিয়ে সারা বিশ্বের মানুষদের মাঝে আগ্রহের জন্ম দিয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র চায়না ডেইলির তথ্যানুযায়ী, ফ্লাশ টয়লেটটিকে বিলাসী বস্তু হিসেবে বর্ণনা করেছেন প্রত্নতত্ত্ববিদরা। তারা বলছে, এটি প্রাসাদের ভেতরেই পাওয়া গিয়েছিল। সেটির সঙ্গে একটি পাইপ যুক্ত ছিল, যেটি বাইরের গর্তের মধ্যে গিয়ে শেষ হয়।
সিএনএন বলছে, চায়না একাডেমি অব সোশ্যাল সায়েন্সের ইনস্টিটিউট অব আর্কিওলজির বিজ্ঞানীরা এটি খুঁজে পান। এই গবেষণায় কাজ করা প্রত্নতত্ত্ববিদ লিউ রিউ বলেন, টয়লেটটি রাজ্যের উচ্চপদস্থরা ব্যবহার করতেন। এটি সম্ভবত ৪৭৫-২২১ খ্রিষ্টপূর্বের অথবা হান রাজবংশের শাসনামলের। টয়লেটটি প্রতিবার ব্যবহারের পর প্রাসাদের কর্মচারীরা টয়লেটটিতে পানি ঢালতো বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রাচীন চীনারা স্যানিটেশন নিয়ে সতর্ক ছিল, এটি তারই প্রমাণ। প্রাচীনকালে খুব কম লোকই টয়লেট ব্যবহার করতো।