৪০০ নারী-শিশু আশ্রয় নেওয়া স্কুলে রুশ বোমা হামলা, দাবি ইউক্রেনের
ইউক্রেনের মারিওপোলে ৪০০ বেসামরিক নাগরিকের আশ্রয় নেওয়া একটি আর্ট স্কুলে রুশ সেনারা বোমা হামলা চালিয়েছে। রোববার এই তথ্য জানায় মারিওপোল সিটি কাউন্সিল।
টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বিবৃতিতে মারিওপোল কাউন্সিল জানায়, শহরের লেফট ব্যাংক জেলার একটি আর্ট স্কুলে রুশ সেনারা বোমা বর্ষণ করেছে। স্কুলটিতে নারী, শিশু ও বয়স্ক মানুষরা আশ্রয় নিয়েছিল। বোমা বর্ষণের সময় তারা ভেতরে ছিল এবং তারা এখন ‘ধ্বংসস্তূপের নিচে পড়েছেন’। তবে এই ঘটনায় হতাহতের সংখ্যা জানা যায়নি।
রোববার এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও বিবিসি। তবে বোমা বর্ষণের ইউক্রেনের এই দাবি স্বতন্ত্রভাবে যাছাই করতে পারেনি সংবাদমাধ্যমগুলো।
ইউক্রেনে রুশ হামলা শুরুর পর বিভিন্ন সময় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনে কিয়েভ। স্কুলের এই হামলার ঘটনা সেই অভিযোগ আরও শক্ত হয়েছে বলে ইউক্রেনের দাবি।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার রাতে এক ভিডিও বক্তব্যে বলেন, ‘যুদ্ধপরাধের জন্য মারিওপোল ইতিহাসে লেখা থাকবে। শান্তিপূর্ণ একটি শহরে এমন কর্মকাণ্ড… এই ভয়াবহতা শত শত বছর স্মরণ থাকবে।’