উত্তরপ্রদেশে বখাটে ধরবে ‘অ্যান্টি রোমিও’
ভারতের কট্টর নেতা যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই নারীদের নিরাপত্তায় পুলিশের একটি বিশেষ দল গঠন করেছেন। বখাটেদের (ইভটিজার) বিরুদ্ধের ব্যবস্থা নিতে দলটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযান চালাবে।
ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয়, ‘অ্যান্টি রোমিও’ নামে পুলিশের ওই বিশেষ দলটি গতকাল বুধবার পাঁচ ব্যক্তিকে আটক করেছে, তাদের সবার বিরুদ্ধে নারীকে উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে।
রাজ্যের প্রত্যেক জেলায় এরই মধ্যে অ্যান্টি রোমিও দল কাজ শুরু করে দিয়েছে। রাজধানীর লক্ষ্ণৌর ১১টি অঞ্চলে পুলিশের বিশেষ দলটি আদেশ জারি করেছে। দলটির দেখভাল করবেন লক্ষ্ণৌ পুলিশের আইজি।
পুলিশের ওই দলটি বিভিন্ন কলেজের পাশে অবস্থান করা ইভটিজারদের ধরবে এবং কলেজে আসা মেয়েদের নিরাপত্তা দেবে।
এ প্রসঙ্গে উত্তর প্রদেশের ডিজিপি জাভেদ আহমেদ বলেন, ‘পুলিশের এই দলটির দ্বারা আমরা মানুষকে হয়রানি করতে চাচ্ছি না, যারা হয়রানি করছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।’
ক্ষমতায় গেলে মেয়েদের নিরাপত্তা দেওয়ার বিষয়টি নির্বাচনী প্রচারণার মধ্যে রেখেছিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপি থেকে মুখ্যমন্ত্রী হওয়ার পরই উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ মেয়েদের নিরাপত্তায় পুলিশের বিশেষ দল গঠনের সিদ্ধান্ত নেন।
এর আগে গত রোববার উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কট্টর নেতা যোগী আদিত্যনাথ দায়িত্ব নেওয়ার দিনই বন্ধ করা হয়েছে রাজ্যের জয়পুর শহরের একটি গরুর মাংসের হোটেল।
ক্ষমতায় বসার আগেও বিভিন্ন মন্তব্য করে সমালোচনায় পড়েছিলেন যোগী আদিত্যনাথ। ভারতের সংখ্যালঘুদের মধ্যে যোগব্যায়ামের বিরোধিতাকারীদের দেশত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি। এ ছাড়া বলিউড তারকা শাহরুখ খানকে পাকিস্তানের সন্ত্রাসী নেতা হাফিজ আল সাঈদের সঙ্গেও তুলনা করেছিলেন তিনি।
যোগী বিভিন্ন মুসলিমবিদ্বেষী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।