ট্রাম্পের মেয়েজামাইয়ের আকস্মিক ইরাক সফর
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ও তাঁর মেয়েজামাই জারেড কুশনার আকস্মিক ইরাক সফরে গেছেন। আজ সোমবার প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন বিষয়টি জানিয়েছে।
চলতি সপ্তাহ শেষে কুশনার ইরাকে যান। মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ জোসেফ ডানফোর্ডের আমন্ত্রণে তিনি এ সফর করছেন।
কুশনারের সঙ্গে সফরসঙ্গী হিসেবে কারা রয়েছেন, তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর পররাষ্ট্র দপ্তরে বড় দায়িত্ব নিয়ে এটাই তাঁর প্রথম ইরাক সফর।
কুশনারের সফর নিয়ে নিউইয়র্ক টাইমস প্রথম খবর প্রকাশ করে।
চলতি সপ্তাহের শেষে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকে কুশনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।